একশ দিন পর দৈনিক শনাক্ত ৪০০ ছাড়াল

| শনিবার , ১৮ জুন, ২০২২ at ৬:১৪ পূর্বাহ্ণ

দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে এক দিনে ৪৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা ১৪ সপ্তাহের সর্বোচ্চ। দৈনিক শনাক্ত রোগীর এই সংখ্যা আগের দিনের চেয়ে ৭৬ জন বেশি; গত বৃহস্পতিবার ৩৫৭ জনের আক্রান্ত হওয়ার খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সর্বশেষ ৮ মার্চ এর বেশি রোগী শনাক্ত হয়েছিল এক দিনে, সেদিন ৪৪৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। খবর বিডিনিউজের।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রমণের দাপট কমলে ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে। ধারাবাহিকভাবে কমতে কমতে এক পর্যায়ে ২৬ মার্চ তা একশর নিচে নেমে এসেছিল। সংক্রমণ কমার ধারায় গত ৫ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমেছিল ৪ জনে। তবে গত ২২ মের পর থেকে টানা ১৫ দিন ধরে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বাড়ছে। ১১ সপ্তাহ পর দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা গত ১২ জুন আবার একশ ছাড়িয়ে যায়। ছয় দিনের মাথায় তা চারশ ছাড়াল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৯০৫টি নমুনা পরীক্ষা করে ওই ৪৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩৮৫ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এর বাইরে চট্টগ্রামে ২৬ জন; কঙাবাজারে ৯ জন; নারায়ণগঞ্জে ৫ জন; কিশোরগঞ্জ ও যাশোরে ২ জন করে এবং গাজীপুর, নোয়াখালী, কুমিল্লা, বগুড়ায় ১ জন করে নতুন রোগী শনাক্ত হয়েছে। গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে ৬ দশমিক ২৭ শতাংশ, যা আগের দিন ৫ দশমিক ৭৬ শতাংশ ছিল। বৃহস্পতিবার এই হার ৫ শতাংশ ছড়িয়ে যাওয়ার আগে প্রায় চার মাস ৫ শতাংশের নিরাপদ সীমার মধ্যেই ছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৫ হাজার ৪২৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর আসেনি। ফলে মৃত্যুর মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১৩১ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ৯৩ জন কোভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ৫ হাজার ৭১১ জন সেরে উঠলেন। মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭৬ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে দুদিনের ব্যবধানে সংক্রমণ বেড়ে ৫ গুণ
পরবর্তী নিবন্ধএসএসসি পরীক্ষা স্থগিত