মো. রাফি নামের মানসিক প্রতিবন্ধী ছেলেটি গত ৮ জুন সকাল ৬ টার সময় পতেঙ্গা কাটগড় পেট্রোল পাম্পের পিছনে রশিদ বিল্ডিং থেকে কাউকে কোনো কিছু না বলে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে এক মাস পরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, পরণে ছাই রংয়ের টি শার্ট, থ্রি কোয়ার্টার প্যান্ট এবং গলায় তাবিজ ছিল। এ ব্যাপারে পতেঙ্গা থানায় জিডি করা হয়েছে। কেউ তার সন্ধান পেলে ১৯৯৭-৭৬৪৩৪৮ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।