বায়তুশ শরফের পীর মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভী বলেছেন, একমাত্র কুরআন হাদীসের অনুসরণেই রয়েছে মুক্তির পথ। এর সুষ্ঠু প্রয়োগ না থাকায় সমাজে আজ এতো বিশৃঙ্খলা-অনাচার। নবী কারিম (সা.), সাহাবায়ে কেরাম এবং আল্লাহর ওলীদের অনুসরণ করলে দুনিয়ায় যেমন শান্তি মিলবে, আখিরাতেও তেমনি মিলবে নাজাত। সাতকানিয়ার কাঞ্চনা দারুল ইহসান ইসলামিক সেন্টার ট্রাস্টের ৩ দিন ব্যাপী ২৪তম সম্মেলনের ১ম দিবসে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বায়তুশ শরফের পীর এ কথা বলেন। ট্রাস্টের রেক্টর বদিউল আলমের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন সাতবাড়ীয়ার পীর শাহ মাওলানা মো. আবদুল হালিম রশিদী, খুটাখালী দরবারের পীর মাওলানা মো. নূর হোসাইন, দরবারে গারাঙ্গীয়ার খলিফা মাওলানা মফজল আহমদ। বক্তব্য রাখেন মাওলানা হাসিবুর রহমান, মাওলানা মহিউদ্দিন মাহবুব, অধ্যক্ষ মাওলানা আবদুল মন্নান শামসী, মাওলানা আমানুল্লাহ, মাওলানা মোজাম্মেল হক প্রমুখ। উপস্থিত ছিলেন দারুল ইহসান মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. নাছির উদ্দিন, এ কে এম নজরুল ইসলাম, মাওলানা মো. ইদ্রিস। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে মুনাজাত পরিচালনা করেন শাহ মাওলানা মুহাম্মদ মোজহেরুল কাদের ফারুকী। প্রেস বিজ্ঞপ্তি।












