একবিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না : আখতার

| রবিবার , ২৩ মার্চ, ২০২৫ at ৫:৫৬ পূর্বাহ্ণ

গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসন হতে না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছেন, তাদের রক্তের শপথ, আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না। আওয়ামী লীগের পক্ষে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দাঁড়ানোর চেষ্টা করলে ছাত্রজনতা রাজপথে দাঁড়িয়ে তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

গতকাল শনিবার বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন আখতার হোসেন। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের নিয়ে নবগঠিত এনসিপির ঢাকা মহানগর শাখা।

শাহবাগে সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার শুধু নেতাকর্মীদের নয়, দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও দলটির নিবন্ধন বাতিলের দাবি আবার তোলেন। বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের নাম বা আদর্শে কোন রাজনীতি চলবে না সে নিশ্চয়তা আমাদের দিতে হবে। আওয়ামী লীগ যে বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না সে সিদ্ধান্ত দেশের মানুষ জীবন দিয়ে জানিয়ে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছেন, তাদের রক্তের শপথ, আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না।

পূর্ববর্তী নিবন্ধআমি ভার্সেস ডামি নির্বাচনের সময় ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল : হাসনাত
পরবর্তী নিবন্ধআরেকটি ১/১১ হতে দেওয়া হবে না : নাহিদ