সুন্নি নূরানী মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভী বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশী উন্নত। উল্লেখ্য, এদেশের সর্বপ্রকার অর্জনের নেপথ্যে রয়েছে ছাত্র সমাজের অনন্য কীর্তিগাথা। ছাত্ররাই হচ্ছে একটি আদর্শিক জাতিসত্তা গঠনের অনুঘটক। জাতীয় জীবনে একটি সুস্থ, সুন্দর, স্থিতিশীল, নিরুপদ্রব ও নিষ্কণ্টক সমাজ প্রতিষ্ঠায় এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের নিজেকে অধিকতর যোগ্য করে গড়ে তুলতে হবে বলে তিনি উল্লেখ করেন। আল মদিনা কাদেরীয়া সুন্নিয়া নূরানী মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম বলেছেন, জাতীয় জীবনে আদর্শিক একটি জাতিসত্তা গঠনের আবশ্যকীয়তা উপেক্ষিত হবার নয়। আল মদিনা কাদেরীয়া সুন্নিয়া নূরানী মডেল মাদরাসার উদ্যোগে গত ৩ জানুয়ারি সবক অনুষ্ঠান ও খাজা মাঈনুদ্দিন চিশতি (রা.) বার্ষিক ওরশ মাহফিলে বক্তারা এসব কথা বলেন। মাওলানা এ এম মাঈনুদ্দিন চৌধুরী হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুন্নি নূরানী মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজভী। বিশেষ অতিথি ছিলেন এ এম মহিউদ্দিন চৌধুরী সেলিম ও গাউসিয়া কমিটি কচুয়াই ইউনিয়ন সভাপতি জাকির হোসেন মেম্বার। সফর আলী মুন্সী জামে মসজিদের খতিব মওলানা নুরুল আবছার আলকাদেরীর পরিচালনায় মাহফিলে স্বাগত বক্তব্য দেন, মোহাম্মদ জাকির হোছাইন চৌধুরী। পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসূল (দ.) ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রেস বিজ্ঞপ্তি।












