একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দেশপ্রেমিক প্রজন্ম গঠন জরুরি

উত্তর জেলা ইসলামিক ফ্রন্টের অভিষেকে আল্লামা জুবাইর

| বৃহস্পতিবার , ১৭ নভেম্বর, ২০২২ at ৮:৪০ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি কর্মক্ষম, দক্ষ ও দেশপ্রেমিক আদর্শ প্রজন্ম গঠন খুবই জরুরি। তিনি গতকাল বুধবার চেরাগী পাহাড় মোড়ের সালমা ভবনে উত্তর জেলা ইসলামিক ফ্রন্টের অভিষেকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উদ্বোধক অ্যাডভোকেট আবু নাছের তালুকদার বলেছেন, মুসলমানদের মধ্যে সুদৃঢ় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। উত্তর জেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ মাওলানা ছৈয়দ মুহাম্মদ জসিম উদ্দিন তৈয়বীর সভাপতিত্বে অভিষেকে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন এইচ এম মুজিবুল হক শাকুর। এসময় অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ জসিম উদ্দিন তৈয়্যবীকে সভাপতি, মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন জিহাদীকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট প্যানেল ঘোষণা করে অভিষিক্ত করেন। অনুষ্ঠনে উপস্থিত ছিলেন-রফিকুল ইসলাম তাহেরী, মো. লোকমান মেম্বার, এস এম মাসুদ মেম্বার, মোজাম্মেল হোসেন, অ্যাড. ফেরদৌসুল আলম, আব্দুল মান্নান জিকু, রেজাউল করিম, নাসির উদ্দিন, মো. ইলিয়াছ, কাজী শফিউল আজম, কাজী আহসানুল আলম, আহমদ রেজা, সেকান্দর হোসেন, জামাল উদ্দিন, আলী আজম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধসকল যুদ্ধাপরাধীদের বাড়ির সামনে ‘রাজাকার বাড়ি’ লেখার ঘোষণা