নিজেদের প্রথম সেডান মডেল নিয়ে এসেছে চীনা বিদ্যুতচালিত গাড়ি নির্মাতা নিও ইনকর্পোরেটেড। বিশ্বের বৃহত্তম গাড়ির বাজারের কিছুটা নিজ দখলে নিতেই পদক্ষেপটি নিলো প্রতিষ্ঠানটি। রয়টার্স উল্লেখ করেছে, চীনের পশ্চিমের শহর চেংডুতে এক আয়োজনের মধ্য দিয়ে ইটি৭ উন্মোচন করে নিও। অন্যদিকে, দেশটিতে নিজেদের নির্মিত মডেল ওয়াই ‘স্পোর্ট-ইউটিলিটি’ গাড়ি বিক্রি শুরু করেছে টেসলা। মার্কিন বিদ্যুতচালিত গাড়ি নির্মাতার মডেল ওয়াই স্পোর্ট ইউটিলিটি গাড়িগুলোও চীনেই তৈরি হচ্ছে। আগামীতে বাজার ধরতে আরও পণ্য আনার পরিকল্পনা রয়েছে নিও’র। চীনে যাত্রীবাহী গাড়ির বাজারের পুরো বিক্রির প্রায় ৪৬ শতাংশ দখল করে রেখেছে সেডান ও এসইউভি ধরনের গাড়ি। খবর বিডিনিউজের।
নিও’র প্রধান নির্বাহী উইলিয়াম লি জানিয়েছেন, নতুন ব্যাটারি প্রযুক্তি থাকায় একবারের চার্জে নিও সেডানে চেপে এক হাজার কিলোমিটার পাড়ি দেওয়া সম্ভব হবে। নিও গত বছর ৪৩ হাজার ৭২৮টি গাড়ি বিক্রি করেছে। সবমিলিয়ে প্রতিষ্ঠানটি বাজার মূলধন বর্তমানে নয় হাজার দুইশ’ কোটি ডলারের উপরে। হিসেবে এরইমধ্যে ডাইমলার এজি ও জেনারেল মোটসের্র মতো গতানুগতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানকে ছাড়িয়ে গেছে নিও। কারণ, বিনিয়োগকারীরা বিদুতচালিত গাড়ির ভবিষ্যতের পেছনে শত শত কোটি ডলার বিনিয়োগ করতে দ্বিধা করছেন না। বর্তমানে তিনটি এসইউভি মডেল বিক্রি করছে নিও। চীনের পূর্ব অঞ্চলের শহর হেফেই-এ তৈরি হয়েছে মডেল তিনটি।