একদিনের বাড়তি ছুটি যোগাড় হলেই পাঁচ দিনের ছুটি পাবেন চাকরিজীবীদের কেউ কেউ। আর যারা এ একদিনের বাড়তি ছুটি ম্যানেজ করতে পারবেন তারাই পাঁচ দিনের লম্বা ছুটি উপভোগকারী হিসাবে দেশ- বিদেশে বেড়াতে পারবেন। বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্বায়ত্তশাসিত এবং ব্যাংকবীমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কর্মরতরাই লম্বা এ ছুটি পেতে পারেন! দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মিলে ক্যালেন্ডারের পাতায় কাছাকাছি সময়ে এ লম্বা ছুটি রয়েছে। আগামী ৫ অক্টোবর বুধবার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর ছুটি। ৭ ও ৮ অক্টোবর অর্থাৎ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এরপর ৯ অক্টোবর রোববার পবিত্র ঈদে মিলাদুন্নবীর (দ.) ছুটি। চারদিনের এ ছুটির মাঝখানে ৬ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলা রয়েছে। এই একদিনের কর্মদিবস কোনোভাবে যারা ছুটি ম্যানেজ করতে পারবেন তারাই কেবল টানা পাঁচদিনের ছুটি ভোগ করবেন।