একদিন বিরতির পর আজ আবার মাঠে গড়াচ্ছে

বিপিএলের সিলেট পর্ব

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১০:৪৫ পূর্বাহ্ণ

বিপিএলের সিলেট পর্ব চলছে। এরই মধ্যে দুই দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ছিল বিরতি। একদিনের বিরতি শেষে আজ আবার মাঠে গড়াচ্ছে লিগের খেলাসমূহ। যেখানে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার সবার উপরে থাকা দুই দল রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। দু’দলের এটি দ্বিতীয় মোকাবেলা। প্রথম দেখায় জয় পেয়েছিল রংপুর রাইডার্স। আর ফরচুন বরিশালে সেটাই এখন পর্যন্ত একমাত্র হার। লিগের পঞ্চম রাউন্ড শেষে সবকটি ম্যাচে জিতে পুরো ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সবার উপরে রংপুর রাইডার্স। আর ৪ ম্যাচের তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তাই আজ রংপুরকে ছুঁতে হলে অবশ্যই জিততে হবে বরিশালকে। তাছাড়া প্রথম দেখায় হারের শোধ নেওয়ার একটা বিষয় রয়েছে। রংপুরকে প্রথম হারের স্বাদ দেবে নাকি নিজেরা আরো পিছিয়ে যাবে বরিশাল সেটাই এখন দেখার বিষয়। যদিও রংপুরের কাছে ঐ হারটা ছাড়া বাকি তিন ম্যাচে দুর্দান্ত খেলেছে তামিমের দল। এই ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

এদিকে এবারের বিপিএলের সিলেট পর্বে প্রথম খেলতে নামবে চিটাগাং কিংস। ঢাকা পর্বে দুই ম্যাচ খেলে একটিতে জয় আর একটিতে হেরেছে চিটাগাং কিংস। নিজেদের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের কাছে হার দিয়ে বিপিএল শুরু হয়েছিল চিটাগাং কিংসের। তবে দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে দুর্দান্তভাবে ফিরেছে চিটাগাং। এবারের বিপিএলের সর্বোচ্চ ২১৯ রানের স্কোর গড়ে চিটাগাং। যেখানে সেঞ্চুরি করেছিলেন দলটির পাকিস্তানী ক্রিকেটার ওসমান খান। আর সেটাও ছিল এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি। যদিও পরে আরো দুটি সেঞ্চুরি হয়েছে। আজ নিজেদের তৃতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামবে চিটাগাং কিংস। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়া ম্যাচে চিটাগাং এর প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। এবারের বিপিএলে হেরেই চলেছে ঢাকা ক্যাপিটালস। চার ম্যাচের চারটিতেই হেরেছে ঢাকা। তাই ঢাকার প্রথম জয়ের স্বপ্ন আর চিটাগাং এর জয়ের ধারা অব্যাহত রাখা, লড়াইটা যে বেশ জমজমাটই হবে সেটা নিশ্চিত করেই বলা যায়। চিাটাগং কিংস এবারের আসরে ফিরেছে বেশ কয়েক আসর পর। প্লেয়ার্স ড্রাফটে দারুন চমক দিয়েছিল দলটি সাকিবকে দলে নিয়ে। কিন্তু সাকিবকে পাওয়া গেলনা। তারপরও দলটি বেশ শক্তিশালী । বিশেষ করে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজশাহীর বিপক্ষে যতেষ্ট প্রমান দিয়েছে। এখন দেখার বিষয় জয়েল ধারা অব্যাহত রাখতে পারে কিনা চিটাগাং নাকি প্রথম জয়ের স্বাদ নেয় ঢাকা ক্যাপিটালস।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলংকা সফরে প্রথম জয় অনূর্ধ্ব-১৯ নারী দলের
পরবর্তী নিবন্ধবিয়ের পর তাহসানের ‘একা ঘর আমার’