গত সোমবার মাঠে গড়িয়েছে এবারের বিপিএল। এরই মধ্যে দুদিন খেলা হয়ে গেছে। দুদিনে সম্পন্ন হয়েছে চারটি ম্যাচ। গতকাল ছিল বিরতি। আর সে বিরতি শেষ আজ আবার মাঠে গড়াচ্ছে বিপিএলের তৃতীয় দিনের খেলা। আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী পরষ্পরের মুখোমুখি হবে। এই দু দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ঢাকা হেরেছে রংপুর রাইডার্সের কাছে। আর রাজশাহী হেরেছে ফরচুন বরিশালের কাছে। অপরদিকে সন্ধ্যা সাত টায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই শিরোপা প্রত্যাশী দল ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। বিপিএলের এবারের আসরের প্রথম দুই দিনে দুইটি ম্যাচ খেলেছে রংপুর। আর দুটিতে জিতে তারা পয়েন্ট তালিকার সবার উপরে। রংপুর নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছে ঢাকা ক্যাপিটালসকে। আর গত মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে টানা দুই জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। অপরদিকে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দুর্দান্ত এক জয়ে এবারের বিপিএল শুরু করেছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী ১৯৮ রান করেও জিততে পারেনি। মাহমুদউল্লাহ রিয়াদ এবং পাকিস্তানী ফাহিম আশরাফের টর্নেডোর কাছে ম্লান হয়ে যায় ইয়াসির আলি রাব্বি এবং এনামুল হকের ঝড়ো ব্যাটিং। তাই আজকের ম্যাচে বরিশাল এবং রংপুরের লড়াইটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচে যদি রংপুর জিতে তাহলে শেষ চারের পথে তারা অনেকটাই এগিয়ে যাবে। আর যদি বরিশাল জিতে তাহলে দু দলের পয়েন্ট সমান হয়ে যাবে। আর সে ক্ষেত্রে প্রথম হারের স্বাদ পাবে রংপুর।
এবারের বিপিএলের শুরু থেকেই রানের বন্যা বইয়ে যাচ্ছে মিরপুরের উইকেটে। এমনিতেই মিরপুরের উইকেটে রান হয়না বলে অপবাদ রয়েছে। গত কয়েক আসরে অবশ্য তেমনটি দেখাও গেছে। কিন্তু আবরের আসরে যেন শুরু থেকেই টি–টোয়েন্টির আমেজ। দর্শখরা যেরকম চার আর ছক্কার মার দেখতে চায় সেটিই যেন দেখছে এবারের বিপিএলের শুরু থেকেই। যদিও আবহাওয়াগত কারণে এই রান বন্যার ধারা কতটা বজায় থাকে সেটা হয়তো সময়ই বলে দেবে। তবে আজকের প্রথম ম্যাচে দু দলই চাইবে নিজেদের প্রথম জয়টা তুলে নিতে। অপরদিকে দ্বিতীয় ম্যাচটি বেশি গুরুত্বপূর্ণ। কারণ দুই শিরপোধারীর লড়াইটা এগিয়ে যাওয়ার পাশপাশি অজেয় থাকারও।