দেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে, এই সময়ে মৃত্যু হয়েছে তিনজনের।
এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত রোববার ৮৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যা ছিল দিনের হিসাবে বছরের সর্বোচ্চ সংখ্যা। সেই রেকর্ড একদিন বাদেই ভাঙার খবর এল স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে। তাতে বলা হয়, গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৮৮৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৭৪ জন ঢাকায় এবং ৩১৫ জন ঢাকার বাইরের। নতুনদের নিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৮৪৩ জনে। গত একদিনে মৃত তিনজনকে নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ৭৬ জন। খবর বিডিনিউজের।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ২৫৩ জন রোগী। এদের মধ্যে ঢাকায় ২ হাজার ৮০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৭৩ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত বছর ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে রেকর্ড ২৮১ জনের মৃত্যু হয়। এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন, যা এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যা। সরকারি হিসাবে সে বছর মৃত্যু হয়েছিল ১৭৯ জনের।