নগরীর পাহাড়তলীর রানি রাসমনি ঘাটের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকায় সশস্ত্র ডাকাত দল আক্রমণ করেছে। নৌকায় থাকা জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে মাছ ধরার জাল, মাছ, গ্যাস সিলিন্ডার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ ১২ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৫ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে। রানি রাসমনি ঘাট ও সন্দ্বীপ ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ফিশিং বোট, মাছ ধরার জাল ও অন্যান্য মালামাল। গ্রেপ্তারকৃতরা হলেন সুমন মিয়া, জুয়েল, মনির উদ্দিন, সোহেল উদ্দিন ও আব্দুল মোত্তালেব।
গত ৩ অক্টোবর সকালে মাছ ধরার নৌকায় সশস্ত্র ডাকাতির এ ঘটনা ঘটে। একইদিন সন্ধায় জেলেরা তীরে ফিরে আসেন এবং দুটি ট্রলারযোগে ডাকাত দলের আক্রমণের বিষয়টি পুলিশকে জানান। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার ভোরে ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে ফিশিং বোটসহ অন্যান্য মালামালগুলো উদ্ধার করা হয়।
পাহাড়তলী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন আজাদীকে বলেন, মৎস্যজীবী মনির হোসেন ও তার সঙ্গীরা গত বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রানি রাসমনি ঘাটের কাছে সাগরে মাছ ধরছিলেন। তখন দুটি ট্রলারে ১৫–১৬ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র–শস্ত্র নিয়ে তাদের ওপর আক্রমণ চালায়। ডাকাতরা জেলেদের জিম্মি করে ১২ লাখ টাকার মাছ ধরার জাল, মাছ, গ্যাস সিলিন্ডার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। পরে মৎস্যজীবী মনির হোসেন রাসমনি ঘাটে এসে ৯৯৯–এ ফোন করে আমাদের জানালে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে ৫ জনকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে।