ঢাকার বিভিন্ন হাসপাতালে একদিনে ডেঙ্গু আক্রান্ত চার শিশু–তরুণের মৃত্যু হয়েছে। তাতে এ বছর মশাবাহিত রোগটিতে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ৪ ও ৭ বছর বয়সী দুই মেয়ে। মুগদা মেডিকেলে মারা গেছেন ২৬ বছর বয়সী এক তরুণী, আর ঢাকা মেডিকেলে মারা গেছে ১৫ বছর বয়সী এক কিশোর। খবর বিডিনিউজের।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এছাড়া আগস্ট মাসের ২৩ তারিখ পর্যন্ত ৩১ জন, জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিনজন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি। গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২৪৭ জন। তাতে এ বছর মশাবাহিত এ রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ২০২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর তথ্য দেয়। কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়েও অনেকে হাসপাতালে ভর্তি হন না। এ কারণে দেশে ঠিক কত মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছেন, সেই তথ্য জানা সম্ভব হয় না। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন জুলাই মাসে। এছাড়া জুন মাসে ৫৯৫১ জন, জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হন। আগস্টের ২৩ দিনে হাসপাতালে গিয়েছেন ৭২২২ জন রোগী।