সংক্রমণ ও মৃত্যু বিবেচনায় বিশ্বের দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে একদিনেই রেকর্ড ১ লাখ ২৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট নির্বাচনের আগে আগে দেশটির অনেকগুলো রাজ্যে নতুন প্রাদুর্ভাব বিশেষজ্ঞদের উদ্বেগও বাড়িয়ে দিচ্ছে। শুক্রবার দৈনিক শনাক্ত লাখ ছাড়ানোর আগের দিন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ৯১ হাজারের বেশি রোগীর দেহে প্রাণঘাতী ভাইরাসের অস্তিত্ব মিলেছিল।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনা ভাইরাসের মহামারিতে যেসব মৃত্যু ঘটছে তা থেকে লাভবান হচ্ছেন তার দেশের ডাক্তাররা। শুক্রবার উইসকনসিনের গ্রিন বে-তে নির্বাচনী সমাবেশে করোনায় মৃত্যু প্রসঙ্গে ট্রাম্প বলেন, যদি কোনো ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তবে আমাদের ডাক্তাররা অর্থ পান। আপনারা সবাই এটা জানেন। ঠিক না? আমি বলতে চাইছি যে, আমদের ডাক্তাররা খুবই স্মার্ট। এর আগেও প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাস নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য দিয়েছেন। শুক্রবারের সমাবেশেও তাই করেন। এ সময় সমাবেশে উপস্থিত তার বহু সমর্থকের মুখে মাস্ক ছিল না। উইসকনসিনের বিরোধী ডেমোক্রেটিক দলের গভর্নর ওই অঙ্গরাজ্যে করোনা ভাইরাসের বিস্তার রোধে যেসব প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছেন তার সমালোচনা করে ট্রাম্প বলেন, জো বাইডেন যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তবে তিনি ছুটির দিনে অথবা অন্য কোনো বিশেষ উপলক্ষে সমাবেশ করতে দেবেন না। সেজন্য আপনাদেরকে নিজেদের অঙ্গরাজ্য উন্মুক্ত রাখতে হবে। প্রসঙ্গত, মহামারী শুরুর পর থেকে একদিনে এক লাখের বেশি রোগী আর কোনো দেশেই শনাক্ত হয়নি। সেপ্টেম্বরে ভারতে একদিনে সর্বোচ্চ ৯৭ হাজার ৮৯৪ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছিল। শুক্রবারের সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্রে সরকারি হিসাবেই আক্রান্তের মোট সংখ্যা ৯০ লাখ ছাড়িয়ে গেল বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালিতে দেখা যাচ্ছে। জো বাইডেন- ডোনাল্ড ট্রাম্প মহারণের আগে ভাইরাসের এমন প্রাদুর্ভাব নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলেও ধারণা অনেকের।