একদিনের ব্যবধানে চট্টগ্রামে বেড়েছে তাপমাত্রা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৯ এপ্রিল, ২০২৩ at ৪:৫৫ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় তাপমাত্রা কিছুটা কমলেও চট্টগ্রামে বেড়েছে। গতকাল মঙ্গলবার নগরে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে পতেঙ্গা আবহাওয়া অফিস, যা আগের দিন সোমবার ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা না কমায় গতকালও গরমে অতিষ্ঠ ছিল নগরবাসী।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা উজ্জ্বল কান্তি পাল জানান, আজ বুধবার চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়, আজ বুধবার চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্ববর্তী নিবন্ধগরুর মাংসের নামে অসুস্থ ঘোড়া জবাই করে বিক্রি!
পরবর্তী নিবন্ধবৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের ২ ধাপ অগ্রগতি