একটু শান্তি চাই, আমাকে সাহায্য করুন : তাহসান

| বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৭:৫৪ পূর্বাহ্ণ

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান ও মেকওভার শিল্পী রোজা আহমেদের দাম্পত্য জীবনে ভাঙনের খবর সামনে এসেছে। গত বছরের শুরুতে বিয়ের ঘোষণা দেওয়া দম্পতি চলতি বছরের শুরুতেই আলাদা হয়ে যাওয়ার কথা জানিয়েছেন। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্কে চিড় ধরেছে। খবর বাংলানিউজের।

শনিবার বিকেলে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তাহসান খান বলেন, যে গুজব ছড়িয়েছে তা সত্য। আমরা আর একসঙ্গে থাকছি না। বেশ কয়েক মাস ধরেই আমরা আলাদা আছি। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। জানা গেছে, গত বছরের জুলাইয়ের শেষভাগ থেকেই তাহসান ও রোজা একসঙ্গে থাকছেন না। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই দেশজুড়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। ফোনকল ও বার্তায় ভরে গেছে তাহসানের সময়।

দ্বিতীয় বিয়েও কেন ভেঙে গেলএই প্রশ্নে উত্তাল সোশ্যাল মিডিয়া ও বিনোদন অঙ্গন। এমন পরিস্থিতিতে বেশ বিরক্ত ও ক্লান্ত তাহসান খান। সংবাদমাধ্যমকে তিনি বলেন, প্রচুর সংবাদ হচ্ছে, প্রচুর ফোন কল আসছে। আমি একটু শান্তি চাই। আমাকে একটু বাঁচতে সাহায্য করুন। সংগীতশিল্পী হিসেবে দীর্ঘদিন ধরেই জনপ্রিয় তাহসান। নাটকে অভিনয়ের মাধ্যমে তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। কাজ করেছেন চলচ্চিত্রেও।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলের সিলেট পর্ব শেষে পয়েন্ট তালিকা
পরবর্তী নিবন্ধআবারও সিনেমায় ডলি জহুর