একটু ভাবুন কে সেই বাবা

এস এম মামুনুর রশিদ | রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

মোমবাতি ভিতরের সুতোটা মোমবাতিকে বলে জ্বলছিতো আমি কিন্তু তুমি কাঁদছো কেন? মোমবাতি বললো যাকে হৃদয় মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় অশ্রুতো ঝরবেই, সেটাই হলো বাবা।

বাবার জীবনটা হচ্ছে মশার কয়েলের মত, নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে পরিবারকে সুরক্ষিত রাখে! তিনি হলেন বাবা। বাবা হয়তো তার সন্তানকে নয় মাস গর্ভে ধরে না, কিন্তু সারাজীবন বুকে করে আগলে রাখে। সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার তেমনি বাবা চলে গেলে দুনিয়া অন্ধকার। আর্থিকভাবে আমার বাবা ধনী নাও হতে পারে কিন্তু ভালো মানুষের মাপকাঠিতে আমার বাবা আমার কাছে শ্রেষ্ঠ ধনী।

পূর্ববর্তী নিবন্ধবাবার কাছে শেখা
পরবর্তী নিবন্ধতুমি এক অমূল্য সম্পদ