একটি সমৃদ্ধ জীবনধারা

সিপিডিএল হ্যাপি কমিউনিটি

ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, প্রেসিডেন্ট, সিপিডিএল পরিবার | শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

সিপিডিএল পরিবার সবসময়ই আন্তরিকতা ও সহমর্মিতায় আধারিত পারস্পরিক সম্পর্ক ভিত্তিক কমিউনিটি গঠনে কাজ করে। এটি একটি আদর্শিক অবস্থান, যা সিপিডিএল পরিবার দীর্ঘদিন ধরে লালন করে আসছে। আমাদের নির্মিত সকল প্রকল্পেরই প্রাথমিক লক্ষ্য হিসেবে সময় এবং গুণগত মান নিশ্চিত করনকে নির্ধারণ করি।

তবে প্রকল্প নির্মাণ সম্পন্ন করে হস্তান্তর করে দিয়েই আমাদের কাজ শেষ হয় না। হস্তান্তরিত প্রকল্পটি যথাযথ ভাবে পরিচালিত হচ্ছে কিনা তা নিশ্চিত করা আমাদের প্রাথমিক লক্ষ্যের মতোই গুরুত্বপূর্ণ হিসেবে আমরা বিবেচনা করি। এখানেই অন্যান্য সকলের সাথে আমাদের পার্থক্য।

এরই ধারাবাহিকতায় আমরা সৃজন করেছি, হ্যাপী কমিউনিটি কনসেপ্ট। যার আওতায় ঢাকা ও চট্টগ্রামে আমরা ৫ টি প্রকল্প নিয়ে কাজ করছিসিপিডিএল সুলতানা গার্ডেনিয়া, রুবিকন সিটি, ফারহান জেনথ২৪০, আয়েশা আইকন এবং কল্পতরু।

এসব প্রকল্পের লোকেশন নির্বাচন থেকে শুরু করে আর্কিটেকচারাল ও স্ট্রাকচারাল প্ল্যানিং এর পেছনে আমরা পর্যাপ্ত সময় ব্যয় করি। যথাযথ গবেষণা, আলোচনা, পর্যালোচনা ও সংশোধনবিয়োজনেরপরিমার্জনের মাধ্যমে দাঁড় করাই একেকটি হ্যাপী কমিউনিটি।

আমাদের সুদীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতায় দেখেছি আবাসন খাতে প্রত্যেক গ্রাহক ভিন্ন ভিন্ন চাহিদা ও সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন, তাঁদের সেসকল চাহিদা’র যুক্তি গ্রাহ্য সমাধান কল্পেই সিপিডিএল এর হ্যাপী কমিউনিটি কনসেপ্ট এর জন্ম।

সিপিডিএল হ্যাপী কমিউিনিটি সমূহে শিশুকিশোর থেকে শুরু করে পেশাজীবী, অবসরপ্রাপ্ত নারীপুরুষ, বয়োঃবৃদ্ধসহ সবার জন্য অত্যাবশ্যকীয় লাইফস্টাইল সুবিধার আয়োজন রয়েছে। সেন্ট্রাল কনসিয়ার্জ সিস্টেম, সিনিয়র্স লাউঞ্জ, লাইব্রেরি, টিভি লাউঞ্জ, মাল্টিপারপাস হল, ওয়াকওয়ে, ইনডোর ও আউটডোর জিমনেশিয়াম, ক্লাব হাউজ, সুইমিং পুল, ব্যাডমিন্টন কোর্ট ও বাস্কেটবলের হুপ, এম্ফিথিয়েটার, ইনডোর ও আউটডোর প্লে জোন, সুপরিকল্পিত বাগানে সাজানো ছাদগুলোতে পার্টি পার্লার ও বারবিকিউ জোন, ইয়োগা ডেক, পারগোলা সম্বলিত বাগান, দোলনা ও আড্ডা কেন্দ্র সহ নানা আয়োজন।

আমরা প্রথাগত গন্ডির বাইরে যেয়ে সর্বদাই চেষ্টা করি যুগোপযোগী সলিউশন সৃষ্টি করতে, যেমন ঢাকা’র ভাটারাতে নির্মীয়মান সিপিডিএল রুবিকন সিটিতে আমরা প্রথমবারের মতো সংযোজন করেছি কোওয়ার্কিং স্পেস। কেন? আমরা খুব গভীরভাবে বর্তমান প্রজন্মের ট্রেন্ড বিশ্লেষণ করেছি, তাঁদের ক্যারিয়ার প্ল্যানিং এর প্রবণতা পর্যবেক্ষণ করেছি। প্রযুক্তির উৎকর্ষের এই যুগে, ফ্রি ল্যান্সিং, হাইব্রিড অফিস কিংবা হোম অফিসের গুরুত্ব এখন সকলেই অনুধাবন করেন। সিপিডিএল সময়ের আগেই এসকল চাহিদা’র সলিউশন করায় তৎপর।

আমরা হ্যাপী কমিউনিটি কনসেপ্টের মাধ্যমে সকলের জন্য একটি সমৃদ্ধ জীবনধারা রচনা করতে চাই, গড়ে তুলতে চাই মানবিক প্রতিবেশ এবং আবাসনের প্রচলিত ধারণাকে বদলে দিয়ে প্রতিস্থাপিত করতে চাই উচ্চতর মাত্রায়।

পূর্ববর্তী নিবন্ধশুভেচ্ছা বক্তব্য
পরবর্তী নিবন্ধপরিবেশ- বান্ধব আবাসন প্রকল্প নিয়ে র‌্যানকন এফসি