কী অদ্ভুত বিশ্বাসে হাত মিলিয়েছি!
কী অবিশ্বাস্য শিহরণে জড়িয়ে নিয়েছি!
মহাজগতের সকল বাণীকে ম্লান ভেবেছি!
অকপট চাওয়ার কাছে নিঃসঙ্কোচে মাথা নুয়েছি!
একটি শব্দকেই সত্যি মেনে পথ চলেছি!
আজও লক্ষ শব্দের বেষ্টনীতে
আমি শুনি আর হাসি,
চির পরিচিত সেই একটি শব্দ–
‘ভালোবাসি’, ‘ভালোবাসি’।






