একটি শব্দ

শিউলী নাথ

| বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৫:০৮ পূর্বাহ্ণ

কী অদ্ভুত বিশ্বাসে হাত মিলিয়েছি!

কী অবিশ্বাস্য শিহরণে জড়িয়ে নিয়েছি!

মহাজগতের সকল বাণীকে ম্লান ভেবেছি!

অকপট চাওয়ার কাছে নিঃসঙ্কোচে মাথা নুয়েছি!

একটি শব্দকেই সত্যি মেনে পথ চলেছি!

আজও লক্ষ শব্দের বেষ্টনীতে

আমি শুনি আর হাসি,

চির পরিচিত সেই একটি শব্দ

ভালোবাসি’, ‘ভালোবাসি’।

পূর্ববর্তী নিবন্ধমনঘর
পরবর্তী নিবন্ধআমার এমন কী হয়েছে