একটি শক্তি ক্ষমতায় থাকতে নতুন পন্থা বের করছে

ঈদের শুভেচ্ছা বিনিময়কালে আমীর খসরু

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ এপ্রিল, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

ক্ষমতায় থাকার জন্য একটি শক্তি নতুন পন্থা বের করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ফ্যাসিস্টও একটা শক্তি যারা একভাবে ক্ষমতা দখল করে থাকে। আরেকটা শক্তি আছে যারা ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পদ্ধতি বের করছে। ফ্যাসিস্টও দাঁড়াতে পারেনি। এই শক্তিও যাতে দাঁড়াতে না পারে সে জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে। ফ্যাসিস্টমুক্ত এই বাংলাদেশ যাতে কেউ পরিবর্তন করতে না পারে। কোনো ফ্যাসিস্ট যাতে না পারে, অন্য কোনো শক্তিও যাতে না পারে।

তিনি গত মঙ্গলবার নগরের মেহেদীবাগে নিজ বাসায় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় আমীর খসরু বলেন, আজ সবার মধ্যে আনন্দউচ্ছ্বাস বিরাজ করছে, উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। সবাই গণতন্ত্রের স্বাদ পাচ্ছেন, তবে পুরোটা আসেনি। সবাই এখন নির্বাচনী হাওয়া দেখতে পাচ্ছেন। সবার মধ্যে নির্বাচনের উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে।

খসরু বলেন, সবার মনে হচ্ছে, দেশ নির্বাচনের দিকে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে। উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। যেটা বাংলাদেশ অনেক দিন দেখেনি। এই বাংলাদেশের জন্য ১৬ বছর যুদ্ধ করেছি, জেল খেটেছি, লড়াই করেছি। খসরু বলেন, ১৬১৭ বছর ধরে যে আকাঙ্ক্ষার জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য লড়েছি, সে আকাঙ্ক্ষা হচ্ছে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা সংসদসরকার পরিচালিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। সে আকাঙ্ক্ষা পূরণের জন্য মানুষ প্রতিনিয়ত অপেক্ষা করছে। তিনি আরো বলেন, অনেকদিন পর মুক্ত, স্বাধীন পরিবেশে নেতাকর্মীরা ঈদের আনন্দ উপভোগ করতে পারছে, নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের সে আকাঙ্খিত দিন কবে আসবে। কবে তারা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পারবে।

এদিকে প্রতিবারের ন্যায় এবারও আমীর খসরুর মেহেদীবাগ বাসায় আয়োজন করা হয় মেজবানের। এতে পরোটা মেজবানি মাংস, খাসি, জর্দাসহ নানা পদের খাবারের আয়োজন ছিলো। এতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ। একসময় মেহেদীবাগ ও আশেপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।

এ সময় কুশল বিনিময় করতে আসেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, নগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া, মহানগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, জেলা পিপি এডভোকেট আব্দুর রাজ্জাক, মহানগর জিপি অ্যাডভোকেট মো. কাশেমসহ পেশাজীবী নেতৃবৃন্দ। এছাড়া চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ জেলা বিএনপি, চট্টগ্রাম বিভাগের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এর আগে ঈদুল ফিতরের দিন জনাব আমীর খসরু উত্তর কাট্টলী নাজির বাড়ি জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। পরে সেখানে স্থানীয় মুসল্লি ও জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পূর্ববর্তী নিবন্ধসড়ক প্রশস্ত না হলে দুর্ঘটনা কমবে না
পরবর্তী নিবন্ধফিল্মি স্টাইলে দুজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২