একটি মার্সিডিজ গাড়ি ও ৯৯৯ নম্বরে ফোন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৬ জানুয়ারি, ২০২৬ at ৪:২৭ পূর্বাহ্ণ

নগরীর ও আর নিজাম রোডে দুদিন ধরে পড়েছিল একটি বিলাসবহুল মার্সিডিজ গাড়ি। গতকাল দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটি থানায় নিয়ে আসে। পরে কাগজপত্র যাচাইবাছাই শেষে তার প্রকৃত মালিকের কাছে গাড়িটি হস্তান্তর করা হয়েছে।

পাঁচলাইশ থানার উপপরিদর্শক কায়সার হামিদ বলেন, ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর আমরা মার্সিডিজ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যাই। পরে গাড়িটির মালিকপক্ষ এসে কাগজপত্র জমা দিয়ে গাড়িটি ফেরত নেন। মালিকপক্ষ আমাদের জানিয়েছে, গাড়িটি তার এক বন্ধুর বাসার সামনে রেখে যাওয়া হয়েছিল। তবে বাসার দারোয়ান বিষয়টি জানতেন না, যার ফলে গাড়িটি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া থানার ৮ পুলিশ বরখাস্ত
পরবর্তী নিবন্ধদুই স্বতন্ত্রের সাথে শক্ত লড়াই হবে চন্দনাইশ ও বাঁশখালীতে