একটি মামলায় জামিন পেলেন শমী কায়সার

| বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৮:৪৩ পূর্বাহ্ণ

একটি মামলায় অভিনেত্রী শমী কায়সারকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম হামিদুল মেজবাহ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা হয়। ওই ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়। সে মামলায় শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়। খবর বাসসের।

নিম্ন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করলে এ আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আবেদন করেন। ইকর্মাস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে ৩ মাসের জামিন দিয়েছে উচ্চ আদালত।

পূর্ববর্তী নিবন্ধকুরআন সুন্নাহর আলোকে সমাজকে আলোকিত করতে হবে
পরবর্তী নিবন্ধসমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল চ্যালেঞ্জ দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হবে