একটি মহল জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে

মানববন্ধনে বক্তারা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের বিভিন্ন জনমুখী কাজে ঈর্ষান্বিত হয়ে একটি অসাধু মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে দাবি করে এর প্রতিবাদে গতকাল মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী, পেশাজীবী ছাত্র ও যুব সংগঠন। গতকাল দুপুরে মহসিন কলেজের ছাত্র কাজী নাঈমের সভাপতিত্ব ও মিজানুর রহমানের সঞ্চালনায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামের জেলা প্রশাসক ২০২১ সালের ৩ জানুয়ারি যোগদানের পর থেকেই দক্ষতা এবং সাহসিকতার সাথে সব কাজ করে যাচ্ছেন।
তিনি করোনাকালীন চট্টগ্রামের গরিব অসহায়, শ্রমিকসহ অনেক মানুষের পাশে দাঁড়িয়েছেন। জঙ্গল ছলিমপুরে সরকারের প্রায় সাড়ে তিন হাজার একর জায়গা অর্থাৎ আট হাজার কোটি টাকার জায়গা সাহসিকতার সাথে ঝুঁকি নিয়ে উদ্ধার করেছেন। তার এই কর্মদক্ষতা এবং ভালো কাজে ঈর্ষান্বিত হয়ে একটি অসাধু মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। তিনি যদি চট্টগ্রাম থেকে চলে যান তাহলে চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেইভ দ্যা নেচার অফ বাংলাদেশ চট্টগ্রামের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর সুমন। বিভিন্ন সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন নাজিম উদ্দিন, রনি, আহসান উল্লাহ, মিলু, সাঈদুল, রোহান, নয়ন, আরমান হোসেন, সাঈদ আব্বাস, মো. তাকিব, মো. সিহাব, মো. বোরহান, রিজভী, মনিরুজ্জামান, সাঈদুল, মিলি, নার্গিস, নিশি, মুনু, ইসরাত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া থানা যুবদলের মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধফাউন্ডেশন ফর অটিজম রিসার্চ অ্যান্ড এডুকেশনের কর্মশালা