একটি ভাষণ

সুব্রত চৌধুরী | বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৮:৪৪ পূর্বাহ্ণ

একটি ভাষণ কবির কন্ঠে

স্বাধীকারের পদ্য,

গেটিসবার্গও হার মেনে যায়

এমন অনবদ্য ।

একটি ভাষণ টলে আসন

বজ্রকন্ঠের হাঁকে,

স্বাধীনতার স্বপ্ন মানুষ

বুকের মাঝে আঁকে।

একটি ভাষণ দমন পীড়ন

দু’পায়েতে দলে,

বাঁশের লাঠি জিয়নকাঠি

জোর কদমে চলে।

একটি ভাষণ ধরায় কাঁপন

পাকি শাহীর তখতে,

স্বাধীনতার সূর্য ওঠে

লক্ষ বীরের রক্তে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলি
পরবর্তী নিবন্ধমুজিবের তর্জনি