একটি বাংলাদেশ
সুজলা সুফলা শস্য শ্যামলা
মায়াময় মধুমাখা।
একটি বাংলাদেশ
নদ–নদী আর খালে– বিলে
অপরূপ ছবি আঁকা।
একটি বাংলাদেশ
বারোমাসে ছয়টি ঋতুর রূপে
অপরূপ তাকিয়ে থাকা।
একটি বাংলাদেশ
মাঠের পর মাঠ সোনালী ফসলে
কৃষকের স্বপ্ন মেলে পাখা।
একটি বাংলাদেশ
পাহাড়, পর্বত ও সবুজের সমারোহে
মুগ্ধতা ছড়িয়ে থাকা।
একটি বাংলাদেশ
পাখ–পাখালি মধুর কলতানে ঘুরে
গাছের শাখা থেকে শাখা।
একটি বাংলাদেশ
সাগরের গর্জনে চিকচিক জলরাশি
অপলক তাকিয়ে থাকা।
একটি বাংলাদেশ
দেশের সব মানুষের ভালোবাসায়
হৃদয়ের গভীরে রাখা।