একটি বাংলাদেশ

শিরিন আফরোজ | বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

একটি বাংলাদেশ

সুজলা সুফলা শস্য শ্যামলা

মায়াময় মধুমাখা।

 

একটি বাংলাদেশ

নদনদী আর খালেবিলে

অপরূপ ছবি আঁকা।

 

একটি বাংলাদেশ

বারোমাসে ছয়টি ঋতুর রূপে

অপরূপ তাকিয়ে থাকা।

 

একটি বাংলাদেশ

মাঠের পর মাঠ সোনালী ফসলে

কৃষকের স্বপ্ন মেলে পাখা।

 

একটি বাংলাদেশ

পাহাড়, পর্বত ও সবুজের সমারোহে

মুগ্ধতা ছড়িয়ে থাকা।

 

একটি বাংলাদেশ

পাখপাখালি মধুর কলতানে ঘুরে

গাছের শাখা থেকে শাখা।

 

একটি বাংলাদেশ

সাগরের গর্জনে চিকচিক জলরাশি

অপলক তাকিয়ে থাকা।

 

একটি বাংলাদেশ

দেশের সব মানুষের ভালোবাসায়

হৃদয়ের গভীরে রাখা।

পূর্ববর্তী নিবন্ধব্যাকুলতা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম দেশের অর্থনৈতিক স্নায়ু কেন্দ্র হলেও বাণিজ্যিক রাজধানী কেবল ঘোষণা হয়েই রইলো