বিজয় আমাদের চেতনার বিস্ময়,
লাখো শহীদের ত্যাগের ভাস্বর।
পরাধীনতার শৃংখল ভাঙা
লাল সবুজের উড়ন্ত নিশান।
৩০ লক্ষ শহীদের আত্মত্যাগে,
অসংখ্য বীরাঙ্গনার বেদনার আর্তি,
বাংলার দামাল ছেলেদের উদ্দীপ্ততায়
হানাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো,
সন্তানহারা মায়ের অশ্রুসিক্ত নয়ন,
মা হারা শিশুর করুণ আর্তনাদ
প্রকৃতির নিস্তব্ধতার অনুচ্ছায়া
বিজয়ের অনুভূতিকে প্রজ্জলিত করে।
বন্দুকের গুলির আঘাতে সন্তানের চোখে
পিতার নির্মম মৃত্যু বিজয়ের অনুভূতিকে
শক্তিশালী করে দীপ্ত শপথে জড়ায়,
বিচলিত মন সাহসে সঞ্চারিত হয়,
শক্তিতে রূপান্তরিত হয় সমস্ত অনুভূতি।
কী নির্মমতা! কী অবর্ণনীয় করুণ দৃশ্য!
সমস্ত প্রান্তর ফেটে যায় বিবর্ণ দহনে।
দুরন্ত কিশোরের চোখে মুখে বর্ণহীন
এক স্বপ্নসাধ ও বিজয়ের উন্মাদনা,
বুকে জড়ানো একটি সীমারেখার চিত্র,
একটি স্বাধীন সত্তা, একটি
স্বাধীন ভূখণ্ড, একটি মানচিত্র।
ওই যে আকাশ মাটিতে নুইয়ে
পড়ে একটি পতাকার জন্য।
একটি অস্তিত্বের প্রগাঢ় আশ্বাসে,
এক ঝাঁক বিহঙ্গের উন্মুক্ত বিচরণের জন্য।
একটি স্বাধীন সার্বভৌম স্বদেশের বিনির্মাণে।







