খাগড়াছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহসীন মুন্না নামে এক তরুণ। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
শুক্রবার রাতে খাগড়াছড়ি গেট এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে বাইক থেকে ছিটকে পড়েন তিনি। হাত ও পাজরে আঘাত পান। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
খাগড়াছড়িতে সম্প্রতি সড়ক দুর্ঘটনা বেড়েছে। চলতি সপ্তাহে প্রাণ হারিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। মুন্নার চলে যাওয়া মেনে নিতে পারছেন না স্বজনরা ও বন্ধুরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু হারানোর শোকগাথা লিখেছেন বন্ধুরা। প্রিয় বন্ধুকে হারিয়ে শোকে বিহ্বল বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠীরা। পাহাড়ের সন্তান মহসীন মুন্না পড়াশোনা করেছেন চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়। তিনি রুবি সিমেন্টে কর্মরত ছিলেন।
মুন্নার ঘনিষ্ঠ বন্ধু আসাদ বাবু জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল মুন্না। তার বাবা বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। ছোট ভাইসহ পরিবারের ভরণপোষণ করত মুন্না। বৃহস্পতিবার ছুটি নিয়ে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি বাড়িতে বেড়াতে আসে মুন্না। শনিবার সকালে গিয়ে অফিস করার কথা ছিল। কিন্ত শুক্রবার রাতে বাইক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়ার পর আর কাজে ফেরা হলো না। না ফেরার দেশে চলে গেছে সে। প্রিয় বন্ধুর এভাবে চলে যাওয়া মেনা না সম্ভব না।’ মুন্নাকে হারিয়ে তার পরিবারে চলছে শোকের মাতম।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রশীদ জানান, শুক্রবার সন্ধ্যায় বেপরোয়া পিকআপ দেখে দাঁড়ানোর চেষ্টা করে মুন্না। এ সময় নিয়ন্ত্রণ রাখতে না পেরে না মুন্না বাইক থেকে ছিটকে পড়ে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় তার পরিবার কোনো মামলা না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।