একটি দল আওয়ামী লীগের ভূমিকা নিয়েছে : আসিফ মাহমুদ

| শনিবার , ২৪ জানুয়ারি, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

দেশে একটি দল আওয়ামী লীগের ভূমিকা নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, বিপ্লব পরবর্তী বাংলাদেশে একটি দল আওয়ামী লীগের ভূমিকায় নিজেদেরকে জাতির সামনে উপস্থাপন করেছে। বিগত ১৭ বছরে আমরা আওয়ামী লীগের যে জুলুম দেখেছি, বিপ্লব পরবর্তী বাংলাদেশে ঠিক সেই সেই জুলুমের উপাদানগুলো একটি দলের মধ্যে দেখা যাচ্ছে।

গতকাল শুক্রবার জামায়াতে ইসলামীর ঢাকা১০ আসনের প্রার্থীর নির্বাচনি সমাবেশে গিয়ে এসব কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, তাদের নেতাকর্মীদের দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিতে জাতি অতিষ্ঠ। এবারের নির্বাচন নির্ধারণ করবে আগামীর বাংলাদেশে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, গুমখুন চলবে কিনা। খবর বিডিনিউজের।

বিকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরের এ অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, আমি বিশ্বাস করি, ঢাকা১০ আসনের জনগণ আর কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ নেতৃত্ব গ্রহণ করবে না, মেনে নেবে না। ১০ দলীয় জোট বিজয়ী হলে সুশাসন নিশ্চিত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধদেশরক্ষায় সকলকে দাঁড়িপাল্লা ও গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডার দরবারে লাখো ভক্তের ঢল, আজ আখেরি মোনাজাত