একটি গোষ্ঠী সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে নাছির

| বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ১০:১৮ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, হাজার বছর ধরে এই ভুখণ্ডে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছে। একজনের বিপদে-আপদে, সুখে-দুঃখে অন্যজনের সর্বাত্মক সহযোগিতা অসাম্প্রদায়িক বাঙালির চিরকালীন ঐতিহ্য। চিহ্নিত একটি সাম্প্রদায়িক শক্তি বাঙালির এই চিরকালীন সম্প্রীতি বিনষ্ট করতে নানামুখী অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে। আমাদেরকে সেই সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত ভেঙে দিতে হবে। গতকাল বুধবার আসকারদিঘীর পাড় লোকনাথ মন্দির প্রাঙ্গণে জামালখান ওয়ার্ড সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমনের পক্ষ থেকে স্বল্প আয়ের মানুষের মধ্যে শারদীয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শৈবাল দাশ সুমনের সভাপতিত্ব ও প্রকৌশলী সৈকত দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চন্দন ধর, আবুল হাশেম বাবুল, মিথুন বড়ুয়া, হাজী সাহাবুদ্দিন, চিত্তরঞ্জন সরকার, জাহাঙ্গীর আলম, সৈয়দুল আলম, বাবুল দেব রায় প্রমুখ বক্তব্য দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধর্মীয় সংখ্যালঘুরা নিজেদের অস্তিত্ব সংকটে ভুগছে
পরবর্তী নিবন্ধগ্রামীণ কল্যাণের স্বাস্থ্যকেন্দ্রে জালিয়াতি, ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ