ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। অবশ্য তিনি বলিউডেও কাজ করেছেন। তবে তাকে দর্শকরা চেনেন সাউথ ইন্ডিয়ান নায়িকা হিসেবেই। বিশেষ করে ‘বাহুবলী’ সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছেন। অভিনয়ের পাশাপাশি তামান্না আইটেম গানেও পারফর্ম করেন। গানের তালে কোমর দুলিয়ে মাতিয়ে তোলেন দর্শকদের। আর এমন কাজের জন্য তিনি মোটা অংকের সম্মানীও নেন।
সমপ্রতি তামান্না ‘ঘানি’ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন। যেখানে তিনি আইটেম গানে নাচবেন। সিনেমাটি পরিচালনা করছেন কিরণ কোরাপতি। স্পোর্টস-ড্রামা ঘরানার এই সিনেমায় কেবল একটি গানের জন্যই ৭৫ লাখ রুপি সম্মানী নিচ্ছেন তামান্না। যা বাংলাদেশি মুদ্রায় ৮৫ লাখ ৫১ হাজারের বেশি! জানা গেছে, আইটেম গানটির জন্য তামান্না মোট পাঁচ দিন সময় দেবেন। সে হিসেবে তার প্রতিদিনের সম্মানী ১৭ লাখ টাকারও বেশি!