‘একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক বাংলাদেশ’

| বুধবার , ২২ অক্টোবর, ২০২৫ at ১০:১৭ পূর্বাহ্ণ

পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির উদ্যোগে ৩য় পর্যায়ে বনজ ও ঔষধী বৃক্ষরোপণ কর্মসূচি গত ১৮ অক্টোবর চট্টগ্রাম বালিকা সদন অনাথ আশ্রমে অনুষ্ঠিত হয়। ‘একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক আমাদের বাংলাদেশ’ এ স্লোগানে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালিকা সদনের তত্ত্বাবধায়ক ফারহানা চৌধুরী, রোটারি ক্লাব চিটাগাং পোর্ট সিটির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মোহাম্মদ এমদাদুর রহমান, পিপি মোরশেদ আলম, পিপি মুহাম্মদ সাজেদুল হক, আইপিপি জাহেদুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি পলাশ বড়ুয়া, রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগং লেক সিটির পাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ। এতে সহযোগিতা করে রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগং লেক সিটি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউন্মুক্ত বিশ্ববিদ্যালয় একদিন মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে
পরবর্তী নিবন্ধচবিতে মুগ্ধ’র নামে ওয়াটার কর্নার স্থাপন করল ছাত্রশিবির