একটি কো-অপারেটিভের ৫ জন গ্রেপ্তার

দুইশ কোটি টাকা আত্মসাৎ

| সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

সমবায় হিসেবে নিবন্ধন নিয়ে অবৈধভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা এবং প্রতারণার মাধ্যমে গ্রাহকের কয়েকশ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শাহ সুলতান কোঅপারেটিভের চেয়ারম্যানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। খবর বিডিনিউজের।
এ বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলছেন, শরিয়াভিত্তিক ও সুদবিহীন লেনদেনের কথা বলে, ধর্মীয় অনুভূতিকে ঢাল হিসেবে ব্যবহার করে মানুষের কাছ থেকে আমানতের নামে অর্থ সংগ্রহ করে আসছিল এই প্রতারক চক্রটি। গ্রেপ্তার ব্যক্তিদের হিসাবে তাদের কাছে গ্রাহকেরা দুইশ কোটি টাকা পাবেন। আর গ্রাহকদের হিসেবে এই অংক অনেক বেশি। তাদের গ্রাহক সংখ্যা ছয় হাজারের মত।
র‌্যাবের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১১ গত বুধবার নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে।

পূর্ববর্তী নিবন্ধটেরীবাজারে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময়
পরবর্তী নিবন্ধকথাসাহিত্যে ফুটে উঠুক সমাজ জীবন বাস্তবতা