একটি কাঠগোলাপ এবং… দিয়া দাশ

| শুক্রবার , ২৩ আগস্ট, ২০২৪ at ৬:৪১ পূর্বাহ্ণ

হে প্রিয়, জানো, তুমি সেই মানুষ, যার কাছে কী না আমি প্রথম মাথা নত করেছিলাম, এটা ভালোবাসার অনুভূতি, তুমি সেই প্রথম মানুষ, যার কাছে কী না একটা পাপড়ি ছেঁড়া কিংবা শুকিয়ে যাও ফুল নিয়ে কোনো বায়না করিনি, যেটা দিয়েছ সেটাই প্রিয় মনে করে রেখে দিয়েছি কেন জানো? ওই যে বলে না মানুষ ভালোবাসার কাঙাল, আমি সেই ভালোবাসার কাঙালিনি, কারণ তুমি আমার সেই মানুষ, যে কিনা মৃত্যুর সঙ্গ গ্রহণ করার পরেও তোমাকে পাওয়ার ইচ্ছে জাগিয়ে তুলেছিলো আমায় বার বার, জানো তোমার দেওয়া ওই কাঠগোলাপটা আগের মতো আর সুবাস ছড়ায় না ঠিকই কিন্তু? প্রতি বার ওই ঠিক কাঠগোলাপের মতো করে ভালোবাসার সুবাস ছড়ায় প্রতি দিন।

পূর্ববর্তী নিবন্ধনিজ এলাকায় উত্তোলিত গ্যাস ব্যবহারে কসবাবাসীদের সুযোগ দেয়া হোক
পরবর্তী নিবন্ধটাকার লোভ!