একটি কাঁচা মরিচের দাম ১ টাকা!

কেজি ৪শ থেকে-৪৩০ টাকা, দামে রেকর্ড

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ জুলাই, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

বাজারে কাঁচা মরিচের রেকর্ড দাম বৃদ্ধি হয়েছে। কাঁচা মরিচের বাজার নিয়ন্ত্রণে সরকার ভারত থেকে আমদানির অনুমতি দেয়। ইতোমধ্যে দেশে ভারতীয় কাঁচা মরিচ আসা শুরু হয়েছে। তবে বাজারে আমদানির প্রভাব এখানো পড়েনি। নগরীর কাঁচা বাজারগুলোতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০০ থেকে ৪৩০ টাকায়।

গতকাল বিকালে নগরীর কাজির দেউড়ি বাজারে কথা হয় কাঁচা মরিচ বিক্রেতা মোহাম্মদ আরিফের সঙ্গে। তিনি জানান, পাইকারি বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম, তাই দাম বেশি। আজকে (গতকাল) সকালে রেয়াজুদ্দিন বাজার থেকে ৩ কেজি কাঁচা মরিচ কিনেছিলাম। বেচাবিক্রিও কম। আরেক বিক্রেতা রবিউল হোসেন আগ্রহ নিয়ে গুণে দেখেন এক কেজিতে ৩৯৫টি মাঝারি আকারের কাঁচা মরিচ পাওয়া গেছে। অর্থাৎ প্রতিটির দাম প্রায় ১ টাকা।

জিয়াউদ্দিন সুমন নামে একজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, কাঁচা মরিচের দাম এত বেশি, ভাবা যায়? ভারত থেকে মরিচ আমদানির পরেও কেন দাম বেশি হবে? আসলে সব ব্যবসায়ীদের কারসাজি। মানুষের উচিত এক সপ্তাহ কাঁচা মরিচ কেনা বন্ধ করে দেওয়া। তখন দেখবেন, ব্যবসায়ীদের এই সিন্ডিকেট মুখ থুবড়ে পড়বে।

রেয়াজুদ্দিন বাজারের পাইকারি কাঁচা মরিচ বিক্রেতা হেলাল উদ্দিন আজাদীকে বলেন, চট্টগ্রামের বাজারে পাবনা থেকে সবচেয়ে বেশি কাঁচা মরিচ আসে। কিন্তু গত এক মাস ধরে কাঁচা মরিচের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে গেছে। শুনেছি পাবনাতে খরা এবং অতি বৃষ্টির কারণে মরিচ গাছগুলো মরে যাওয়ায় কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হয়। কাঁচা মরিচের উৎপাদন চার ভাগের এক ভাগে নেমে আসে। তবে এখন ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হওয়ায় দাম পড়তির দিকে। গত দুদিনের ব্যবধানে মরিচের দাম কেজিতে ১৫০ টাকা পর্যন্ত কমেছে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এসএম নাজের হোসাইন আজাদীকে বলেন, কাঁচা মরিচ এমন কোনো অত্যাবশকীয় পণ্য না। তারপরও লাফিয়ে লাফিয়ে এই পণ্যটির দাম বেড়েছে। গত বছরও একবার কাঁচা মরিচের দাম দুইশত টাকা ছাড়িয়ে যায়। তবে পরে বাজার নিয়ন্ত্রণে চলে আসে। বিভিন্ন গণমাধ্যমের খবরে পাওয়া যাচ্ছে, কাঁচা মরিচ হাজার টাকায়ও বিক্রি হয়েছে। বিষয়টি অস্বাভাবিক। কাঁচা মরিচসহ নিত্যপণ্যের বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানাই।

পূর্ববর্তী নিবন্ধঝরনায় ঝাঁপ দিয়েও বাঁচাতে পারলেন না বন্ধুকে
পরবর্তী নিবন্ধনানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু