মনে মনে মন কলা খাওয়ার অংক কষা আমাদের অনেকেই করেছি। তবে সেসব হিসেবে ১০–২০ কিংবা সর্বোচ্চ ৫০ টাকা ধরে নেওয়া অস্বাভাবিক নয়। বাস্তবেও একটি কলা ২০ টাকার বেশি কেউ হিসেব করবে না। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া এক ঘটনায় মন কলা খাওয়ার হিসেব ভুলে যাবেন এক ঝটকায়। মাত্র একটি কলার দাম শুনেই মিটে যাবে কলা খাওয়ার স্বাদ।
ইতালিয়ান শিল্পী মাউরিজিও ক্যাটেলানের ভাইরাল হওয়া ‘কমেডিয়ান’ শিরোনামের সেই শিল্পকর্মটি এবার বিক্রি হলো ৬২ লাখ ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় ৭৪ কোটি টাকার বেশি। গত বুধবার, নিলামকারী প্রতিষ্ঠান সোথেবির নিলামে অবিশ্বাস্য এই দামে বিক্রি হয় কলাটি। বিশেষ সেই কলাটি কিনেছেন চীনের ক্রিপ্টোকারেন্সির প্রতিষ্ঠাতা জাস্টিন সান।
ধারণা করা হয়েছিল, চলতি সপ্তাহেই ব্রিটি অকশন হাউজ অফ সথোবির নিলামে এই কলাটি বাংলাদেশি মুদ্রায় মান অনুযায়ী প্রায় ১২ কোটি টাকায় বিক্রি হতে পারে। তবে শেষ পর্যন্ত এটি প্রত্যাশার চেয়ে ছয় গুণেরও বেশি দামে বিক্রি হয়েছে। বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, নিলামে শেষ পর্যন্ত ৬২ লাখ ডলারে বিক্রি হয়েছে একটি সাধারণ কলা দিয়ে তৈরি ‘কমেডিয়ান’ শিরোনামের শিল্পটি। বাংলাদেশি মুদ্রায় যার দাম পড়েছে ৭৪ কোটি টাকারও বেশি।
গতকাল বুধবার অনুষ্ঠিত ওই নিলামে ‘কমেডিয়ান’ কিনে নেওয়ার জন্য অন্তত ছয়জন আগ্রহীকে পেছনে ফেলেন জাস্টিন সান। শিল্পটি কেনার পর সান বলেছেন, আগামী দিনগুলোতে আমি ব্যক্তিগতভাবে এই অনন্য শৈল্পিক অভিজ্ঞতার অংশ হিসেবে কলাটি খেয়ে ফেলব।’
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, নিলামের দিন ‘কমেডিয়ান’ শিল্পকর্মে যে কলাটি ঝুলিয়ে রাখা হয়েছিল, সেটি সেদিন সকালেই মাত্র ৩৫ সেন্ট দিয়ে কেনা হয়েছিল।
উল্লেখ্য, ২০১৯ সালে মিয়ামি বিচের আর্ট বাসেল মেলায় প্রথমবারের মতো এই শিল্পের আত্মপ্রকাশ ঘটেছিল। সেই সময়ই এটি বিপুল আলোচনার খোরাক হয়ে যায়। এই আলোচনা সেবার আরও তুঙ্গে ওঠে যখন মেলায় অংশ নেওয়া পারফরম্যান্স শিল্পী ডেভিড দাতুনা কলাটি দেয়াল থেকে হাতে নিয়ে খেয়ে ফেলেন। বিষয়টি নিয়ে পরে ব্যাপক সমালোচনার মুখে দাতুন জানান, এটিও ছিল তার একটি পারফরম্যান্স আর্ট। বিশেষ এই শিল্পটি সেবার ঠিকই বিক্রি হয়ে গিয়েছিল ১ লাখ ২০ হাজার ডলারে।