কবিতারা পাখা মেলে
আসে নিস্তব্ধ মৌনতায়,
আকাশলীনা হয়ে ফোটে
জোৎস্না রাতের ভরা পূর্ণিমায়।
কখনও নদীর বেশে
ডেকে নিয়ে যায় কিনারায়,
দুকূল ছাপিয়ে জোয়ার আনে
অবিরত প্রগলভতায়।
দুচোখ ভেসে যায় অনন্ত মেঘমালায়,
স্বপ্নেরা মেয়ে হয়ে আঁচল ওড়ায়!
দেহে বয়ে যায় সৌপর্ণিকা,
দিকপাল হয়ে ওঠে নিমগ্নতা,
কেঁপে কেঁপে ওঠে ঘুমন্ত হিয়া,
অস্ফুট ভাবাবেগে শব্দ খুঁজে বেড়ায়!
নিস্তব্ধতা ভেদ করে সৃষ্টির আনন্দে
উচ্ছ্বসিত মন, প্রাণ প্রখর উন্মাদনায় হারায়,
মেঘের ডমরু বেজে ওঠে চন্দন রাঙা
আকাশের গায়, তীব্র উন্মত্ততায়!
বিন্দু বিন্দু বৃষ্টি হয়ে ঝরে
আমার খাতার পাতায়!