একটি আদর্শিক জাতিগঠন মূল লক্ষ্য হলেও সেই গণআকাঙ্ক্ষা এখনো গুমরে মরছে

লালদীঘি ময়দানে ছাত্র সমাবেশে অধ্যক্ষ আল্লামা জুবাইর

| শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ at ৮:৫৯ পূর্বাহ্ণ

ইসলামী ছাত্রসেনার ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার নগরীর লালদীঘি ময়দানে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের উদ্যোগে এক ছাত্র সমাবেশের আয়োজন করা হয়।

ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর সভাপতি রাশেদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেনইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি ছিলেনইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, আল্লামা সালেহ আহমদ আনসারী, ভাইস চেয়ারম্যান লায়ন মোহাম্মদ রফিক কোম্পানি, যুগ্ম মহাসচিব স, ম হামেদ হোসাইন। বক্তব্য রাখেন এইচ এম মুজিবুল হক শাকুর, স ম শহিদুল হক ফারুকী, মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, ছৈয়দ মাওলানা রফিকুল ইসলাম তাহেরী, মাওলানা মমতাজ উদ্দীন হোসাইনী, অধ্যক্ষ ছৈয়দ মাওলানা আবু সালেহ, এস এম আবদুল করিম তারেক, মাওলানা জয়নাল আবেদীন জিহাদী, স ম শওকত আজিজ। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ওলিউর রহমান। বিশেষ বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনহাজী মোহাম্মদ আলম রাজু, মাস্টার আনোয়ারুল আজিম, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, ডাঃ হাসমত আলী তাহেরী, এম কফিল উদ্দীন রানা, মাওলানা কাজী মফিজুর রহমান, কাজী আহসানুল আলম, এস এম আবু সাদেক ছিটু, এম আহমদ রেজা, মোহাম্মদ ইউসুফ কবির, আবদুল্লাহ আল মুমিন, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ ফোরকান আলম, মাসরুর রহমান প্রমুখ।

এতে বক্তারা সমপ্রতি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক শতাধিক পণ্যের উপর শুল্ককর বৃদ্ধির বিষয়টিকে জনবান্ধব নয় বলে উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানান। উপরন্তু দেশব্যাপী মাজারমসজিদে হামলা ভাংচুর, শিক্ষকদের হেনস্তা পূর্বক পদত্যাগে বাধ্য করার মতো ন্যাক্কারজনক ঘটনায় সরকারের নির্লিপ্ততার কঠোর সমালোচনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দমিয়া মুন্সী লেইন এলাকাবাসীর মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধনাগরিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভা