একটি অপশক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে

সার্কিট হাউসে চেক বিতরণ অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা

| শনিবার , ৩ জানুয়ারি, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে গতকাল শুক্রবার রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ির বৌদ্ধ বিহারের ২০২৫ সালের প্রবারণা উৎসবের চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠােেন সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টার পিএস যুগ্ম সচিব মো. সাদেক। সুমনাশ্রী ভিক্ষুর পবিত্র ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, গৌতম বুদ্ধের দর্শন হলো মানবতার, গৌতম বুদ্ধের দর্শন হলো প্রগতির। বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের দর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার বৌদ্ধ সমপ্রদায়ের জন্য ঢাকার বুকে শ্মশানের জন্য জায়গা বরাদ্দ দিয়েছে। নেপালের গৌতম বুদ্ধের জন্মস্থানে বৌদ্ধ বিহার এবং কালচারাল সেন্টারের জন্য ষাট কোটি টাকা বরাদ্দ করেছে এবং পূর্বাচলে বৌদ্ধ বিহার এবং সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার জন্য বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নামে একুশ কাঠা জমি বরাদ্দ দিয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ হলো সামপ্রদায়িক সমপ্রীতির দেশ। নাগরিক হিসেবে এখানে সবাই সমান অধিকার ভোগ করে থাকে। দেশের মধ্যে একটি অপশক্তি নির্বাচন বানচাল করার সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে এই চক্রান্ত দমনে বদ্ধপরিকর।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মং হলা চিং, বৌদ্ধ সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক শশিভূষণ বড়ুয়া, ফটিকছড়ি সম্মিলিত বৌদ্ধ সমাজের সভাপতি অঞ্জন বড়ুয়া, সাংবাদিক কেশব বড়ুয়া, পশ্চিম গহিরা শান্তিময় বিহারের সাধারণ সম্পাদক সম্পাদক জ্যোতিষ বড়ুয়া, অধ্যাপক পলাশ বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে দেশীয় পাইপগান উদ্ধার
পরবর্তী নিবন্ধবিজয় কাপ হকি টুর্নামেন্টে টি.সি.এস একাদশের জয়