একটি অনন্য উৎসব

গৌতম কানুনগো | সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪ at ৬:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের অন্যতম প্রকাশনী সংস্থা ‘শৈলী প্রকাশন’ কর্তৃক আয়োজিত চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের বিজয় বই উৎসব’ শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন হয়। সংগীতশিল্পী অধ্যাপক মৃণালিনী চক্রবর্ত্তী, বাচিক শিল্পী আয়েশা হক শিমু, সংগীতশিল্পী শিউলি নাথ এবং কবি তারিফা হায়দারের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ। তিনি বলেন, ‘১৯৭১ বাংলা জাতির অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, লেখার মাধ্যমে আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে চাই’। অনুষ্ঠান উদ্বোধন করেন কবি, সাহিত্যিক, গীতিকার ও শিশুচিকিৎসা বিজ্ঞানী প্রফেসর ডাঃ প্রণব কুমার চৌধুরী পিএইচডি। কথাসাহিত্যিক দীপক বড়ুয়ার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক কাঞ্চনা চক্রবর্ত্তী, কাসেম আলী রানা, ইকবাল হায়দার এবং জসিম উদ্দিন খান। সময় বাড়ার সাথে সাথে মিলনায়তনে দর্শক শ্রোতাও বাড়তে থাকে। মিলনায়তনে ছিল উপচে পড়া ভিড়। অনেককে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়। কবিতা, ছড়া ও কথামালায় অংশগ্রহণ করেন ডি.কে বড়ুয়া, মাহবুবা ছন্দা, হৃদয় হাসান বাবু, জসীম মেহবুব, মারজিয়া খানম সিদ্দিকা, নিবেদিতা বড়ুয়া, স্মরণিকা চৌধুরী, দিলরুবা খানম, মর্জিনা আখতার, নবাব হোসেন মুন্না, হেলাল চৌধুরী, নাসের রহমান, শ্যামল দত্ত, আলমগীর হোসেন, আকাশ আহমেদ, নিশাত হাসিনা শিরিন, সৈয়দ আহম্মদ বাদল, আল জাবেরী, জাহাঙ্গীর মিয়া, ফারিহা জেসমিন ইসলাম, আনোয়ার রানা, কেশব জিপসী, বিপুল বড়ুয়া, সৈয়দ করিমুননেসা, নেছার আহমেদ খান, বাবুল কান্তি দাশ, জি.এম. জহিরউদ্দিন, সৈয়দ খালেদুল আনোয়ার, ইলিয়াছ সরকার, প্রদ্যোত কুমার বড়ুয়া, নুরনাহার নিপা, রায়হানা হাসিব, গোফরান উদ্দীন টিটু, মো: মাজহারুল হক, শিরিন আফরোজ, প্রফেসর রীতা দত্ত, কানিজ ফাতেমা লিমা, চাঁদ সুলতানা নকশী, ইসমাইল জসীম, লিপি তালুকদার, কুতুবউদ্দিন বখতেয়ার, কানিজ ফাতিমা, সুবর্ণা লিপি বড়ুয়া, সৌভিক চৌধুরী, শাহিদা আয়েশা, ইফতেখার মারুফ, শারুদ নিজাম, সুবর্ণা দাশ মুনমুন, অধ্যক্ষ ছন্দা চক্রবর্ত্তী, ইলিয়াছ হোসেন, কবি অরুণ শীল, সত্যজিৎ দাশ কাঞ্চন, মিজানুর রহমান শামীম, জোনাকি দত্ত, যারিন সুবাহ, হৈমন্তী তালুকদার, সুম্মিতা তালুকদার মিথুল, রশীদ এনাম, লিটন কুমার চৌধুরী, সিমলা চৌধুরী, মোহাম্মদ নাজিম, রোকসানা বন্যা, প্রতিমা দাশ, সুমি দাশ, তানভির হাসান বিপ্লব, জেবা সামিহা, সৈয়দা সেলিমা আক্তার, বিকাশ বড়ুয়া, এস.এম. মোখলেছুর রহমান, জয়তুননেছা জেবু, আরিফ রায়হান, কাকলী দাশগুপ্ত, সৈয়দ জিয়াউদ্দিন, আসিফ ইকবাল ও জাহিদুল ইসলাম দুর্লভ। দরাজ কণ্ঠে গান পরিবেশন করে পুরো অনুষ্ঠানকে মাতিয়ে রাখেন কুমুদিনী কলি (ও আমার দেশের মাটি), সুমি দাশ (এক সাগর রক্তের বিনিময়ে), শর্মি বড়ুয়া (যে মাটির বুকে ঘুমিয়ে আছে), মিতা দাশ (ও আমার বাংলা মাগো), রুনা তাসমিনা (আমার মন পাখিটা), তাহমিনা বিন্তী ( আমি বাংলায় গান গাই), লিপি বড়ুয়া (এমন দেশটি কোথাও খুঁজে), মাহবুবা চৌধুরী (চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু), শিউলি নাথ (ও আমার বাংলা মাগো) এবং অধ্যাপক পিংকু দাশ। উপস্থিত দর্শকরা মুহুর্মুহু করতালির মাধ্যমে তাঁদেরকে অভিনন্দন জানান। দীর্ঘ ৫ ঘণ্টাব্যাপী অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী আয়েশা হক শিমু।

পূর্ববর্তী নিবন্ধএকাত্তর থেকে চব্বিশ
পরবর্তী নিবন্ধজলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়