রুটি ভাগাভাগির বিপ্লবে কত সভ্যতা হয়ে গেছে ছাইভস্ম!
তবু কোনকালেই সেই ছাইভস্মে
জন্মায়নি ফিনিঙ পাখি আজ অবধি।
আমাদের বুক জুড়ে বয়ে যায় একটা লাল নদী।
দাসত্বের শৃঙ্খলে মানুষের রাজ্যে কাঁটাতার
টিয়ারগ্যাস, লাল ব্যারিকেড, কিংবা ক্রুসেডের চিৎকার
যেখানে আমি কিংবা আমরা শুধুই ক্রিতদাস!
মানুষে মুখোশে কানামাছিতে
কত হাহাকারের শব্দ জমে পৃথিবীর পথে
আমিত্বের বসন্ত মাতম চিৎকারে
মানচিত্রের এপারে–ওপারে,
শশ্মানঘাটেই কেবল নিরবতার দেখা মিলে।
গৃহে গৃহে রক্তনদী– দানবাঙে উচ্ছিষ্ট দাসত্বের প্রণামি
মানুষ তো আজন্ম ভিখারি,
ছুড়ে দেওয়া ভিক্ষাঝুড়ি
পূজ্য ভেবে প্রণাম জানিয়ে থলিতে ভরি।
তোমাদের ক্ষমতার কুরুক্ষেত্রে
ক্ষুধার আদিম ভৎর্সনাতে দাস হয়ে বাঁচি।
আমাদের বুক জুড়ে বয়ে যায় একটা লাল নদী