আমার বারান্দা বাগানের রাঁধাচূড়া রাজনীতি বোঝে না।
আমার বাগানবিলাসের থোকা জানে না দলবাজি কী।
রঙ্গনের লালিমায় স্বার্থ বলির রক্ত ঝরে না।
ফিলোডেনড্রোনের বিশাল সবুজ পাতাটি ক্ষমতালোভী নয়।
আমি ও আমরা কি রাঁধাচূড়ার মতো স্নিগ্ধতার উপাসক
হতে পারি না? তুমি ও তোমরা কি বাগানবিলাসের মতো
এক থোকায় থাকতে পারো না? আমাদের সকলের বেঁচে
থাকার সকল স্বপ্ন কি রঙনের মতো একই গুচ্ছে রঙিন
হতে পারে না? তোমাদের কি ক্ষমতার লোভ সরে
ফিলোডেনড্রোনের মতো সবুজ সঙ্গি হতে সাধ জাগে না?
আমার বারান্দা বাগানের স্নিগ্ধ ভোর, এক চিলতে দুপুর,
কিংবা স্বর্ণালী সন্ধ্যা– পারবো না হতে আমি?
কিংবা পারবে না তুমি? আমরা কি পারি না?
আমরা সবাই মিলে!