‘একজন মানুষের কতটুকু জমির প্রয়োজন’

| শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ৬:৪৮ পূর্বাহ্ণ

অভিনেতা ও পরিচালক গাজী রাকায়েতের সর্বশেষ পরিচালিত সিনেমা ‘গোর’। ২০২০ সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ১১টি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে ছবিটি। এখন দেশের সিনেমা হলে এবং দেশের বাইরে থেকে ওটিটি প্লাটফর্ম মাধ্যম দেখা যাচ্ছে ‘গোর’ সিনেমাটি। এর মধ্যে গাজী রাকায়েত নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন বলে জানালেন। সিনেমার নাম ‘একজন মানুষের কতটুকু জমির প্রয়োজন’।
তিনি বলেন, আমি অনেকগুলো সিনেমার গল্প নিয়ে ভাবছি। অনেক বড় বড় পরিকল্পনা আছে সিনেমা নিয়ে। কিন্ত বর্তমানে আমার মাথায় ঘুরে ফিরে ‘একজন মানুষের কতটুকু জমির প্রয়োজন’ সিনেমার গল্পটা ঘুরছে।
গাজী রাকায়েত আরও বলেন, মোটামুটি ফাইনাল করে ফেলেছি ‘একজন মানুষের কতটুকু জমির প্রয়োজন’ সিনেমাটি করবো। সিনেমার শুটিং শুরু করবো খুব তাড়াতাড়ি। এখানে একজন ভাই ও তার ছয়জন বোন নিয়ে গল্পটা এগুবে। থাকবেন আরও একজন নারী। মোট ৭টি নারী চরিত্র দেখা যাবে ছবিতে। প্রতিটি চরিত্রই খুব গুরত্বপূর্ণ।’
এসব চরিত্রগুলোতে কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনো কিছু চূড়ান্ত হয়নি বলে জানান গাজী রাকায়েত। তিনি বলেন, চরিত্রের প্রয়োজনে দেশে ও দেশের বাইরে থেকে শিল্পীরা কাজ করতে পারেন এ ছবিতে। আমি সব প্রস্তুতি নিচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনে অংশ নিয়েই জয় পেলেন সেই ‘ঝিলিক’
পরবর্তী নিবন্ধকঠিন সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে