একজন মানব দরদী মানুষ

কোহিনুর শাকি | মঙ্গলবার , ৪ মে, ২০২১ at ১০:১৯ পূর্বাহ্ণ

সাখাওয়াত হোসেন মজনু একজন মানব দরদী মানুষ, একজন নিবেদিতপ্রাণ, একটি বটবৃক্ষ, যেখানে আশ্রয় পেয়েছে অনেক অসহায় মানুষ, অনেক এতিম সন্তান, অনেক পথহারা পথিক। তিনি টাকা পয়সা দিয়ে, শারীরিকভাবে উপস্থিত থেকে, লেখনি দিয়ে, অন্যদের উৎসাহিত করে এ সমাজের মানুষের জন্য আজীবন কাজ করেছেন। কেউ কোন সমস্যা নিয়ে গেছেন তা সমাধান করে দেননি এমনটা কখনো হয়নি। চট্টগ্রামের বিশিষ্ট জনদের নিয়ে তিনি গবেষণা করেছেন বই প্রকাশ করেছেন, তাদেরকে আলোকিত মানুষ হিসেবে অমর করে রাখার প্রয়াস চালিয়েছেন। আজ মজনু ভাই আমাদেরকে ছেড়ে চলে গেলেন পরপারে। তাঁকে অমর করে রাখার দায়িত্ব কাউকে নিতে হবে, তা না হলে তাঁর সৃষ্টিশীল কাজগুলো বিলীন হয়ে যাবে, সেটা আমরা চাইব না। সাখাওয়াত হোসেন মজনুর মতো মানবতাবাদী মানুষকে চির স্মরণীয় করে রাখার নৈতিক দায়িত্ব নগরবাসীর কেউ না কেউ নেবে। ব্যথিত মনে এ সতত কামনা তাঁর সুহৃদদের।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোর প্রস্তাব
পরবর্তী নিবন্ধহারালাম যা আমরা