একজন ভালো খেলোয়াড় সহজেই বিশ্বব্যাপী পরিচিতি লাভ করতে পারে

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এম এ মালেক

| রবিবার , ২০ অক্টোবর, ২০২৪ at ১০:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেছেন একজন ভালো খেলোয়াড় সহজেই সারা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করতে পারে। একজন ইতিহাসবিদ বা রাজনীতিবিদ সেভাবে পরিচিতি লাভ করতে পারে না। তিনি আরো বলেন, লাল সবুজের পতাকা আমার গর্ব, আমার অহংকার। কর আইনজীবীরা দেশের উন্নয়নে অংশীজন। রাষ্ট্রের কোষাগারে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কর আইনজীবীদের ভূমিকা অপরিসীম। খেলাধুলার মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করার জন্য কর আইনজীবীদের বার্ষিক ফুটবল প্রতিযোগিতা ভূমিকা রাখবে। এটা তাদের ভ্রাতৃত্বের বন্ধনকেও অটুট রাখবে। গতকাল ১৯ অক্টোবর শনিবার বিকেলে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল খেলায় যমুনা টীম ৩০ গোলে মেঘনা টীমকে পরাজিত করে। বার্ষিক ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমিতির সভাপতি মো. আবু তাহেরের সভাপতিত্বে এবং উৎসব কমিটির আহ্বায়ক সনজয় আচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক বাকাউল্লাহ চৌধুরী ইরান, সহ সভাপতি এড. এহেতেসামুল আলম চৌধুরী পাপ্পু, সাবেক সভাপতি এড. ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক এড. সোলেমান, মো. আবুল কালাম, সাবেক যুগ্ম সম্পাদক সরোয়ার আলম ভূঁইয়া শিমুল, সাবেক যুগ্ম সম্পাদক এড. ইমাম উদ্দিন, চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক চৌধুরী খালেদ বিন সরোয়ার জনি, এড. মো: হারুনঅররশীদ মজুমদার, এড. আসাদুজ্জামান সাগর, কার্যকরী সদস্য ইউসুফ, ছাইদুল হক মজুমদার, নোমান রেজা, দিদারুল আলম রনি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন যমুনার টীম ম্যানেজার চৌধুরী খালেদ বিন সরোয়ার জনি ও মেঘনার টীম ম্যানেজার রিংকু দত্ত। ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন কর আইনজীবী তৌহিদুল ইসলাম। রেফারির দায়িত্ব পালন করেন ফিফা রেফারি খোরশেদ আলম। প্রতিযোগিতার সেরা খেলোয়ার হিসেবে পুরস্কার পান যমুনা টীমের মোরশেদ জাহান, তাপস চক্রবর্তী, মাসুদ আহমেদ। সেরা গোলকিপার হিসেবে পুরস্কার অর্জন করেন এড. গোকূল চন্দ্র সিংহ রায়, সেরা গোলদাতা হন মিফতাহুল জাহান।

সভাপতির বক্তব্যে আবু তাহের বলেন, কর আইনজীবীরা অতীতে দেশের কল্যাণে ও রাষ্ট্র পরিচালনায় যেভাবে সহযোগিতা করে এসেছে ভবিষ্যতেও তা করবে। বক্তব্য রাখেন বিশেষ অতিথি সাধারণ সম্পাদক বাকাউল্লাহ চৌধুরী ইরান। পরে প্রধান অতিথি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধজুলাই বিপ্লবের খুনিদের বিচার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য
পরবর্তী নিবন্ধইঞ্জিনিয়ার মোশাররফ, রুহেলসহ ৯২ জনের নামে মামলা