একজন বহিষ্কার, অনুপস্থিত ১ হাজার ৬৭১ জন

এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিন

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ নভেম্বর, ২০২২ at ৯:৩৫ পূর্বাহ্ণ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে গতকাল চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বোর্ডের নিয়ন্ত্রণাধীন ১১১টি কেন্দ্রে এসব পরীক্ষার্থী অনুপস্থিত থাকেন। এছাড়া একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বোর্ড সূত্র জানিয়েছে, চলতি বছর এইচএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নিয়ন্ত্রণাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান মিলে মোট ১১১টি কেন্দ্রে ৮৭ হাজার ৮৬১ জন ছাত্রছাত্রীর অংশ নেয়ার কথা। কিন্তু এর মধ্যে অংশ নিয়েছেন ৮৬ হাজার ১৯০ জন পরীক্ষার্থী। ১ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ।

তিনি বলেন, পাহাড়তলী কলেজ কেন্দ্রে পরীক্ষা দেয়া এমইএস কলেজের একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রামে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবিতে কক্সবাজারে মানববন্ধন
পরবর্তী নিবন্ধল্যাবরেটরিতে তৈরি রক্ত দেয়া হলো মানুষের দেহে