দক্ষিণ কাট্টলীস্থ ডা: ফজলুল–হাজেরা ডিগ্রী কলেজের স্বপ্নদ্রষ্টা, প্রথিতযশা চিকিৎসক, সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা. ফজলুল আমীনের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ শাহ আলম বলেন, মরহুম ডাঃ ফজলুল আমীন ছিলেন একজন আলোকিত মানুষ। তৎকালীন অবহেলিত, অন্ধকারাচ্ছন্ন, পশ্চাদপদ সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে আলোকিত মানুষ তৈরির কাজে তিনি আত্মনিয়োগ করেছিলেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন, কলেজ গভর্ণিং বডির সভাপতি ডাঃ মোঃ আরিফুল আমীন, প্রবর্তক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেব, ১১নং ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মোহাম্মদ ইসমাঈল, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল আমীন, কলেজ গভর্ণিং বডির সদস্য মুজিবুল আলম চৌধুরী, রুপন কান্তি সেনগুপ্ত, মোহাম্মদ আমির হোসেন প্রমুখ। কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক পপি সাহা ও ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ সহিদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন। স্মরণ সভায় ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্র–ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












