পটিয়া কেলিশহর শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরের উদ্যোগে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি উদযাপন উপলক্ষে ধর্মীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, আমাদের বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব। একজনের বিপদে অন্যকে এগিয়ে আসা এবং সব ধর্ম রক্ষায় সহযোগিতা করা একজন মানুষের কর্তব্য।
এতে সভাপতিত্ব করেন বাদল সিং। অনুষ্ঠান উদ্ধোধন করেন দক্ষিনজেলা আওয়ামীলীগ নেতা বিজন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন কেলিশহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু, প্রকৌশলী অভিজিৎ চৌধুরী, আশিষ দে মনি, শৈবাল চৌধুরী, বিপ্লব চৌধুরী, রাজিব দাশ লিটন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজিব দে ছোটন। প্রেস বিজ্ঞপ্তি।