একজনের পাঁচ বছরের কারাদণ্ড

জায়গা দখলের উদ্দেশে গুলি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১১:১৫ পূর্বাহ্ণ

নগরীর কর্ণফুলী থানার কালারপুল এলাকায় জায়গা দখলের উদ্দেশে গুলি বর্ষণের ঘটনায় করা একটি মামলায় মো. ইসমাইল নামের একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো একবছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০৭ ধারায় ইসমাইলকে উক্ত কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া দণ্ডবিধির ৩২৪ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। উভয় সাজা একসাথে চলবে। আদালতসূত্র আরো জানায়, এ ঘটনায় মো. ইব্রাহীম, মো. ওমর ফারুক ও মো. তাওরীদ প্রকাশ রফিক নামের তিনজনকে ৩০৭ ও ৩২৪ ধারার অপরাধ থেকে খালাস দেয়া হয়েছে। তবে দণ্ডবিধির অপর একটি ধারায় তাদের অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। কারাপ্রাপ্ত চারজনের মধ্যে মো. ওমর ফারুক পলাতক আছেন। বাকীরা রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন।মামলার এজহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৮ আগস্ট কর্ণফুলীর কালারপুল এলাকায় পুকুরের জায়গা দখলের উদ্দেশে গুলি বর্ষণ করে দণ্ডপ্রাপ্তরা।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ২ চেয়ারম্যান প্রার্থীসহ ৩ জনকে জরিমানা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা