একগুচ্ছ পদ্য

জাবীদ মাইন্‌উদ্দীন | বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

. ‘খেলা হবে’

আর নয়, খেলা হোক

অঙ্গনে ধুমধাম মেলা হোক

শিস্‌ দিক ফুঁক মেরে রেফারী

আমি নই ঠিকাদার, ব্যাপারী….

. ‘মাঠে শুধু’

ফুল নয়, কাদা হোক

প্রাণের সঙ্গে প্রাণ বাঁধা হোক

তারুণ্য রোদ্দুরে জ্বলে যাক

হৃদয় মোমের মতো গলে যাক…..

. ‘দেখা হোক’

তুমি আমি সাঁতারে

একসাথে যাবো ফ্রান্স কাতারে

ক্রীড়া মানে বৈশ্বিক বন্ধন

যাঁতাকলে মানবিক ক্রন্দন….

. ‘খেলা নিয়ে’

চাঁদাবাজি ক্যানো হয়

সঙ্গতিহীন বিল ম্যানু হয়

জানার এসব আছে অধিকার

কে খেয়েছে কার দুধ, দধি কার

. ‘পরীক্ষা’

বই খাতা শুধু এই

পৃথিবীটা মরুভূমি ধূ ধূ এই

এইসব ছুঁড়ে চলো খেলি আজ

দিগন্তে পাখনাটা মেলি আজ….

পূর্ববর্তী নিবন্ধমিছিলের ফলাফল
পরবর্তী নিবন্ধছোট্ট একটু চাওয়া