একক প্রার্থী নির্ধারণে একাধিক বৈঠক, হয়নি সিদ্ধান্ত

সীতাকুণ্ডে কাউন্সিলরে আ. লীগে ৯ ওয়ার্ডে ৪৫ জন

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২৩ ডিসেম্বর, ২০২০ at ৫:৫৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড পৌর নির্বাচনে ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত ৪৫ জন প্রার্থী। তারা দলের বিভিন্ন পদে রয়েছেন। তাদের বিপরীতে বিএনপি ৯, জামায়াত ৩, জাপা ২ ও স্বতন্ত্র ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে সমস্যায় পড়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একাধিকবার বৈঠক করেও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। ফলে উন্মুক্ত থেকে যাচ্ছে কাউন্সিলর পদ। আগামী ২৮ ডিসেম্বর সীতাকুণ্ড পৌরসভা নির্বাচন অনিুষ্ঠিত হবে। আওয়ামী লীগের অনেক নেতা দাবি করেন, কাউন্সিলর পদটি উন্মুক্ত থাকলে দলের পরীক্ষিত নেতারা নির্বাচিত হবেন। যারা বহিরাগত ও টাকার মাধ্যমে কাউন্সিলর হতে চান তাদের আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা প্রত্যাখ্যান করবেন।
এদিকে স্থানীয় সাংসদ দিদারুল আলমের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর পদে একক প্রার্থী চূড়ান্ত করতে গত দুদিন সীতাকুণ্ড পৌরসভা কার্যালয় ও মুুরাদপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে দফায় দফায় বৈঠক করেছেন। কয়েকজন কাউন্সিলর প্রার্থীর বিরোধিতার কারণে তা সুরাহা হয়নি। বৈঠকে এমপি দিদারুল আলমের উপস্থিতি নিয়ে অনেকে নির্বাচন আচরণবিধি ভঙের অভিযোগ তুলেছেন। তবে এমপি দিদারুল আলম বলেন, আমরা সবাই নৌকার পক্ষে নির্বাচনী আচরণবিধি মেনে কাজ করছি। আগামী দুই-একদিনের দিনের মধ্যে স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের উপজেলা সভাপতি মিলে একক কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করব। নৌকার বিজয় নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার বুলবুল আহমেদ বলেন, নির্বাচনী এলাকায় স্থানীয় সাংসদ নির্বাচন সংক্রান্ত কোন কার্যক্রমে অংশ নিতে পারেন না। কোন প্রার্থী অভিযোগ দিলে তা তদন্ত করে দেখা হবে।

পূর্ববর্তী নিবন্ধছবি গলায় ঝুলিয়ে বাবাকে এখনও খুঁজছে ছেলে
পরবর্তী নিবন্ধলামায় সকল প্রার্থীর মনোনয়ন বৈধ